ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার


ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল ইসলাম ওরফে মনুল (৪৫) নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ময়নুল ইসলাম রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রাম (গাড়পাড়া) এলাকার মো: কাদিম উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম জানান, ফেন্সিডিলের একটি বড় চালান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনের রাস্তা দিয়ে পরিবহন করা হবে এমন গোপন সংবাদে জেলা ডিবি পুলিশের একটি টিম এলাকায় ওঁৎ পেতে থাকে। রাত ১১টার দিকে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলের মাঝখানে বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় মোটরসাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছে।

বিআইবি/এসএ/এডিবি