ন্যাভিগেশন মেনু

ডেঙ্গু জ্বরে মারা গেলেন নড়াইলের পৌর মেয়র


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেয়রের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার চাচাতো বোন শাহিনা আক্তার।

মেয়রের পরিবার ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়রের শরীরে ডেঙ্গুজ্বর ধরা পড়লে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে নড়াইল থেকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এস এ/এডিবি