ন্যাভিগেশন মেনু

ডেঙ্গু প্রতিরোধে দেশের অবস্থান ভালো: এলজিআরডি মন্ত্রী


বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশের অবস্থান ভালো বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তাজুল ইসলাম বলেন, ‘সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ছিলেন না বিষয়টা অস্বীকার করার কোন উপায় নেই। মন্ত্রণালয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মানুষের অংশগ্রহন প্রয়োজন।’

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে বলে আশা করা যায়। মৃত্যু নিয়ে তথ্য বিভ্রাটের বিষয়টি সঠিক নয়।’

এমআইআর/এডিবি