ন্যাভিগেশন মেনু

ঢাকাইয়া বেপারী সাকিব!


বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মানেই ভক্তদের জন্য চমক। বিভিন্ন সময় বিভিন্ন বেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। আবারও নতুন চেহারায় সামনে এসেছেন টাইগার অলরাউন্ডার, যেখানে তাকে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন অনেকেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে সাকিব আল হাসান একটি ছবি প্রকাশ করেন। সাদা ফতুয়ার সঙ্গে সাদা লুঙ্গি, দুই হাতের আঙুলে হরেক রকম আংটি আর হাতে কলম, সামনে খাতা নিয়ে হাসি মুখে পোজ দিচ্ছেন। পাশের টেবিলে রাখা ছোট বাটিতে চাল-ডালের নমুনা (স্যাম্পল)। মুহুর্তেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

তবে বিজ্ঞাপনচিত্রের জন্যই এই বেশ সাকিবের। বিজ্ঞাপনচিত্রটি মূলত ব্যবসায়ীদের জন্য বেশ শিক্ষামূলক। মেসার্স এস টু এস ট্রেডার্সের মালিক সাকিব। না জেনে-বুঝেই মানুষের কথায় বিনিয়োগ করেন শেয়ারবাজারে। ফলে বড় অঙ্কের লোকসানের মুখ দেখতে হয় সাকিবকে।

কিভাবে বিনিয়োগ করা উচিত, বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, মূলত সে বার্তাই আছে সাকিবের এই বিজ্ঞাপনে। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হয়ে এই বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন সাকিব। 

ওআ/