ন্যাভিগেশন মেনু

করোনায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু


করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৭৬ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে সনাক্ত হলো চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯৮৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৭৭হাজার ৫৩৮টি।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

ওয়াই এ/ এডিবি