ন্যাভিগেশন মেনু

ঢাকার চারপাশে ৯০ শতাংশ নদী দখলমুক্ত: এলজিইআরডি মন্ত্রী


ঢাকার চারপাশে নদীগুলোর ৯০ শতাংশ দখলমুক্ত হয়েছে এবং কিছু জায়গায় মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় জটিলতা আছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ ও নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টারপ্ল্যান কমিটির সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির কাজে ধীর গতি এসেছে। অবৈধভাবে যে কেউ নদ-নদী, খাল-বিল দখল করে রাখুক না কেন তাদের উচ্ছেদ করে দখল মুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) যেসব মন্ত্রণালয় অথবা অধিদপ্তর থেকে ঢাকার চারপাশের নদ-নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়েছে। ঢাকার চারপাশে যেসব ব্রিজ নৌ চলাচলে বাধা সৃষ্টি করছে সেগুলোকে ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।‘

তাজুল ইসলাম বলেন, ‘নদী দখলমুক্ত, দূষণরোধ ও নাব্যতা বৃদ্ধিসহ রাজধানীর উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর কিংবা সংস্থা থেকে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ওভারল্যাপিং অর্থাৎ একই কাজের জন্য একাধিক প্রকল্প আছে কি-না তা যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি গঠন করা হবে। সব প্রকল্পগুলোকে প্রণীত মাস্টারপ্ল্যানের অধীনে আনা হবে।’

এমআইআর/এডিবি