ন্যাভিগেশন মেনু

ঢাকায় এক পশলা বৃষ্টিতে এলো স্বস্তি


আজ মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকাবাসীর ঘুম ভেঙ্গেছে স্বস্তির পরশ বৃষ্টিতে। প্রথমে ভোর ৪টায় বৃষ্টি শুরু হয়। এরপর ১০টার দিকে ফের বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রের ঝলকানি। অবশ্য কয়েকদিন যাবত রাজধানী হালকাভাবে ঝরেছে বৃষ্টি।

এ বছরের সর্বোচ্চ বৃষ্টি হয় মঙ্গলবার ভোরে দু’দফায়। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামি পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এস এস