ন্যাভিগেশন মেনু

ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে পিসিআর মেশিন স্থাপনের নির্দেশ


করোনা ক্রান্তিকালে দেশের হাসপাতালগুলোর পাশাপাশি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা করতে পারবে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে পরীক্ষামূলক  ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা পরীক্ষা করতে পারবে।

চিঠিতে বলা হয়েছে, 'করোনাভাইরাস শনাক্তকরণের জন্য রিয়েল টাইম পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।'

চারটি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চিঠিতে  আরও বলা হয়, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

ওয়াই এ/এডিবি