ন্যাভিগেশন মেনু

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

তপু বর্মণের গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের


সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের।

শুক্রবার (১ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মাঠে নামে দু’দল। সাফ চ্যাম্পিয়নশিপ-২০২১ ফুটবল টুর্নামেন্টের এবারের আসর আয়োজক দেশ মালদ্বীপ।

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়ারা বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ করলেও গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিবাহিত হতে না হতেই পেনাল্টি পেয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্য্রা। সেখান থেকে দলকে এগিয়ে নেন তপু বর্মণ।

ম্যাচের ৫৬তম মিনিটে দুই ডিফেন্ডারের সঙ্গে সঙ্গে বলের কাছে ছুটছিলেন ইব্রাহিম। লঙ্কানদের এক খেলোয়াড় পড়ে যাওয়ায় বল হাতে লাগায় পেনাল্টি পায় বাংলাদেশ। রেফারিও কোনো ধরনের ইতস্তত করেননি বাঁশি বাজাতে। সেখান থেকে সফল শটে বাংলাদেশকে এগিয়ে নেন সার্জিও রামোসখ্যাত তপু বর্মণ।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল সবার সঙ্গেই একটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে ফাইনাল।

সাফ চ্যাম্পিয়ন্সশিপ ফুটবলে দীর্ঘ এক যুগ ধরে শিরোপার স্বাদ বঞ্চিত বাংলাদেশ। এবারের আসরটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, ‘শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

এমআইআর/এডিবি