ন্যাভিগেশন মেনু

তাসমানিয়া উপকূলে ৩৮০ তিমির মৃত্যু


অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকেপড়া ৩৮০টি তিমির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া উপকূলে আটকে পড়ে একসঙ্গে এতোগুলো তিমির মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তাসমানিয়া দ্বীপের পশ্চিম উপকূলে কয়েকশ’ পাইলট তিমি আটকে পড়ার ঘটনা প্রকাশ পায়।

এখনো বেঁচে থাকা প্রায় ৩০টি তিমিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিষয়ক জীববিজ্ঞানীরা।

তাসমানিয়ান সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ‘যতক্ষণ জীবিত প্রাণী থাকবে, ততক্ষণ উদ্ধারকাজ চলবে।

বন্যপ্রাণী বিষয়ক জীববিদ ড. ক্রিস কার্লিয়ন জানান, 'তুলনামূলকভাবে অধিকাংশ প্রাণীই দুর্গম স্থানে আছে।'

পাইলট তিমি ৭ মিটার (২৩ ফুট) পর্যন্ত লম্বা এবং এর ওজন তিন টন পর্যন্ত হতে পারে।

তবে, কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে, তা জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই অঞ্চলের সাধারণ ঘটনা হলেও গত এক দশকে এতো সংখ্যক তিমি সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি। 

তাসমানিয়ায় শেষবার ২০০৯ সালে প্রায় ২০০ তিমি তীরে আটকা পড়েছিল।

এস এ /এডিবি