ন্যাভিগেশন মেনু

তিন দিন মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন চার পর্যটক


চারজন অপেশাদার নভোচারী মহাকাশে তিন দিন অবস্থানের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক মহাসাগরের উপকূলে সফলভাবে অবতরণ করেছেন।  শনিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মহাকাশ যানটি অবতরণ করে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিবিসি জানায়, পৃথিবীর প্রথম কোনো সাধারণ পর্যটক হিসেবে মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করে নিরাপদে ফিরে এলেন।

ইনস্পিরেশনফোর মহাকাশ যানটি বুধবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার কেনেডি স্পেসএক্স মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, চারটি প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে ক্যাপসুলটি উপকূলবর্তী আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। এ সময় স্পেসএক্সের বোটগুলো এটিকে নিরাপদ অবতরণ করাতে দ্রুত গতিতে ছুটে যায়। অবতরণের এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স।

অত্যন্ত ব্যয়বহুল এই ভ্রমণের স্পন্সর করেছেন মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। তিনি পেমেন্ট প্রসেসর শিফটফোর পেমেন্টস ইনক-এর প্রধান নির্বাহী। তিনি মিশন 'কমান্ডার' হিসেবে কাজ করেছিলেন। তার পাইলট ট্রেনিংও রয়েছে। অর্থাৎ তিনি আকাশযান উড্ডয়ন করতে সক্ষম।

টাইম ম্যাগাজিন জানায়, এই ভ্রমণের জন্য জ্যারেড এলন মাস্ককে আনুমানিক ২০০ মিলিয়ন ডলার দিয়েছেন। 

এই মিশনের বাকি ৩ জনকে জ্যারেডই নির্বাচন করেছেন। তারা হলেন হেইলি আর্সেনউক্স নামের এক ২৯ বছর বয়সী পেডিয়াট্রিক ক্যান্সার আক্রান্ত রোগী।

অপর জন হলেন মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, বর্তমানে সিয়াটলের লকহিড মার্টিনে অ্যারোস্পেস ডেটা প্রকৌশলী ক্রিস সেমব্রোস্কি।

আরেক জন হলেন ফিনিক্সের অধিবাসী ৫১ বছর বয়সী ভূতত্ত্ববিদ সিয়ান প্রক্টর।

এডিবি/