ন্যাভিগেশন মেনু

পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ


মানবপাচার ও মুদ্রাপাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে ২৮ ডিসেম্বরে মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ ডিসেম্বর) এমপি পাপুলের স্ত্রী ও তার মেয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে হাইকোর্টে আবেদন করেন। পরে বিচারিকের আবেদন গ্রহণ করে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট।

গত ১০ ডিসেম্বর তাদের ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগ রয়েছে কুয়েতে আটক এমপি কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে।

গত ২৬ নভেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে, গত ১১ই নভেম্বর দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

সিবি/এডিবি