ন্যাভিগেশন মেনু

দারিদ্র্য বিমোচন বিষয়ক আন্তর্জাতিক ফোরামকে অভিনন্দন প্রেসিডেন্ট সি’র


বেইজিংয়ে সোমবার শুরু হওয়া ‘দারিদ্র্য দূরীকরণের অভিজ্ঞতা বিনিময়-সম্পর্কিত আন্তর্জাতিক ফোরাম’কে অভিনন্দন জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ফোরাম উপলক্ষে দেওয়া এক বার্তায় দারিদ্র্য বিমোচনকে মানবতার জন্য একটি আদর্শ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও সরকার জনগণের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

প্রেসিডেন্ট সি বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আগের অভিজ্ঞতার আলোকে গত ২০১২ সাল থেকে চীন সম্পূর্ণ এক যুদ্ধ শুরু করেছে। আট বছরের অবিরাম প্রচেষ্টার পর চীন বর্তমানে সব দরিদ্র গ্রামের অধিবাসিদের জীবনমান উন্নত করার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এবং দরিদ্র দেশের তালিকা থেকে নিজের নাম মুছে ফেলতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমরা প্রায় ১০ কোটি নাগরিককে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে এসেছি, যা বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

প্রেসিডেন্ট সি বলেন, ‘দেশের দারিদ্র্য বিমোচনের এই কার্যক্রমকে আমরা আরও প্রসারিত করবো এবং দেশের সমৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে জনগণের জীবিকার মান উন্নয়ন করবো।’

চিনা প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে দারিদ্র্য বিমোচন অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচনকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতে মানবতার জন্য সকল দেশের সাথে একসঙ্গে কাজ করতে চান তার দেশ।’