ন্যাভিগেশন মেনু

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো তাজমহল


ভারতের ঐতিহ্যবাহী তাজমহলসহ সব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘর বুধবার (১৬ জুন) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে একই সময়ে কেবলমাত্র ৬৫০ জন দর্শনার্থীকে তাজমহল ও এর আশপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে। এর বেশি সংখ্যক দর্শনার্থীদের একই সময়ে ঢুকতে দেওয়া হবে না।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা যায়, দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। এ ছাড়া প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। স্থাপনাগুলোতে কোনো টিকিট বিক্রি হবে না।

স্বাভাবিক সময়ে এই স্মৃতিস্তম্ভে দৈনিক প্রায় ২০ হাজার দর্শনার্থী আসতেন। করোনা মহামারি আঘাত হানার আগে, বছরে প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষ এখানে বেড়াতে যেতেন।

ভারতের উত্তরাঞ্চলের শহর আগ্রায় ১৭০০ শতাব্দীতে মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে এই স্থাপনাটি নির্মাণ করেন।

করোনার সংক্রমণ ঠেকাতে গত এপ্রিলের শুরুর দিকে তাজমহলে দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 সিবি/ওআ