ন্যাভিগেশন মেনু

দলিত ইস্যুতে বৈষম্য বিলোপ আইন অর্ন্তভুক্তির দাবিতে আলোচনা সভা


যশোরের কেশবপুরে দলিত ইস্যুতে বৈষম্য বিলোপ আইন নীতিগত বিষয় হিসেবে অর্ন্তভুক্তির জন্য কেশবপুর দলিত উন্নয়ন ফোরামের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দলিতের বাস্তবায়নে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় দলিত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও দলিতের প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

আরও বক্তব্য রাখেন, দলিতের স্পন্সরশিপ অফিসার কল্পনা রায়, হিসাবরক্ষক প্রতাপ কুমার দাস, সিডিও দুলাল দাস, দলিত উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নিরাপদ দাস, সদস্য মৃণাল সরকার, দয়াল দাস, সুমন দাস, ভজোরানী দাস, সন্ধ্যা দাস, রেখা দাস, সাধনা দাস প্রমুখ।

এস আর এস/ এস এ/এডিবি