ন্যাভিগেশন মেনু

করোনা: গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু


দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮৭৭ জন। 

এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৩২টি। আর দেশের মোট ১৪০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫ হাজার ৫১২টি।

এছাড়া, একদিনে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া৭ হাজার ১২৯ জনের মধ্যে ৫ হাজার ৪৩৯ জন পুরুষ ও ১ হাজার ৬৯০ জন নারী।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম করোনাক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

সিবি/এডিবি