ন্যাভিগেশন মেনু

দিল্লিকে ১৩৫ রানের লক্ষ্য দিলো হায়দরাবাদ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে কেইন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো রান না তুলেই এক উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ।

দলীয় ২৯ রানের মাথায় রিদ্ধিমানকে প্যাভিলিয়নে ফেরান কাগিসো রাবাদা। ২৬ বলে ১৮ রান করে দলীয় অধিনায়ক উইলিয়ামসন আউটের এক বল পরই মানিশ পান্ডেও আউট হন ১৭ রান করে।

দলের এ করুণ সময়ে দলের হয়ে আবদুস সামাদ ২৮ ও রশিদ খান ২২ রান করেন। মূলত তাদের ব্যাটিংয়ের সুবাদেই ১৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সানরাইজার্স হায়দরাবাদ।

এ ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে দিল্লি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ আছে পয়েন্ট টেবিলে সবার তলানিতে। ৭ ম্যাচের মধ্যে মাত্র এক জয়ে ২ পয়েন্ট তাদের, বাকি ছয়টি ম্যাচেই হেরেছে তারা।

এ প্রতিবেদক লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ ৪ ওভার শেষে ২৭ রান ১ উইকেটের বিনিময়ে।

এদিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য পেসার থাঙ্গারাসু নটরাজানে।

সানরাইজার্স হায়দরাবাদও তাদের ফেসবুক পেজে নটরাজানের করোনাভাইরাসে পজিটিভ হওয়ার কথা জানিয়েছে। নটরাজানেকে এখন আইসোলেশনে পাঠানো হয়েছে।

এমআইআর/ওআ