ন্যাভিগেশন মেনু

অবশেষে মুশফিকের শাস্তি


শেষ পর্যন্ত কৃত কর্মের শাস্তি পেলেন মুশফিকুর রহিম। সোমবার (১৪ ডিসেম্বর)  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে তার সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। যা বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ (২.৬) মাত্রার অপরাধ। কোডের ৭.৫ ধারা অনুযায়ী মুশফিকের সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

বিসিবি জানিয়েছে, যদি চলতি টুর্নামেন্টে মুশফিক চার ডিমেরিট পয়েন্ট পান তাহলে ম্যাচ খেলা থেকে বহিষ্কার হতে পারেন তিনি। এমনকি নিষিদ্ধ করা হতে পারে তাকে।

লেভেল-১ অনুযায়ী, লঙ্ঘন করলে কম পক্ষে আনুষ্ঠানিক সতর্কতা ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ৫০ শতাংশ ম্যাচ ফি’ জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট প্রদানের বিধান রয়েছে।

মুশফিক নিজের দোষ ও শাস্তি মেনে নেয়া কোনও শুনানির প্রয়োজন হয়নি।

মাঠে থাকা আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন মুশফিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তার বিরুদ্ধে শাস্তি প্রদান করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালে ১৩ ও ১৭তম ওভারে দুইবার নাসুমকে মারতে উদ্যত হন মুশফিক। এই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওআ/