ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় দিনমজুরকে গলাকেটে হত্যা, স্ত্রীসহ আটক ৩


সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে দিনমজুর আব্দুল আজিজ মোল্যাকে (৫০) গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার ( ৫ ডিসেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহজনকভাবে ওই রাতেই তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন (৩২), ভাইপো নজরুল ইসলাম (৩৫) ও প্রতিবেশি দীন আলীর ছেলে জেহের আলী (৪০)।

পুলিশ নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও অন্যদের মোবাইল ফোনের কললিস্ট চেক করে এবং আটককৃতদের দেওয়া তথ্যে মিল না থাকায় সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

নিহতের প্রতিবেশিরা জানান, নিহত আব্দুল আজিজ ন্যালশোর ডিম (মাছ ধরার উপকরণ হিসেবে ব্যবহৃত বিশেষ পিপড়ার ডিম) সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর যশোরের বাগআচড়ায় ফের বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর নাম রোকেয়া খাতুন। নিহতের প্রথম স্ত্রীর দুই ছেলে শফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম ও মেয়ে নাজমা খাতুন। তারা সবাই বিবাহিত এবং আলাদা আলাদা থাকেন। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই।

প্রতিবেশিরা জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি বাঁশবাগানে ফাঁদ পেতে পাখি ধরার জন্য বের হয় আব্দুল আজিজ। দীর্ঘ সময় অতিবাহিত হলে আব্দুল আজিজ ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ওই বাঁশবাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী।

এরপর পুলিশ আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের হাতে মোজা পরা ছিল। মরদেহের পাশে একটি টর্চ লাইট ও জ্যাকেট পড়েছিল। মরদেহটি একটি কাটা বাঁশের উপর উপুড় হয়ে পড়েছিল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া ঘাতকদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত; শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রাম থেকে মৃত এনায়েত মোল্যার ছেলে আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

সিবি/এডিবি