ন্যাভিগেশন মেনু

বাড়ি ফিরেছেন বুদ্ধদেব ভট্টাচার্য


পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষীয়ান বামফ্রন্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

গত ৯ ডিসেম্বর সিওপিডির সমস্যা নিয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘বাড়িতে থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষাও চলবে। আপাতত বাড়িতে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে তাকে। ফিজিওথেরাপি চলবে। তার চলাফেরা ও খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রস্তুত রাখা হচ্ছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারও। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার নজরদারির জন্য বাড়িতে নার্সিং ব্যবস্থার বন্দ্যোবস্ত রাখা হয়েছে।’

বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট এবং চোখের সমস্যায় ভুগছেন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের পরপর দুবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

ওয়াই এ/ এডিবি