ন্যাভিগেশন মেনু

দেশে এখন খাদ্যের অভাব নেই: খাদ্যমন্ত্রী


দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে, তাই এখন আর খাদ্যের অভাব নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা দিচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি কৃষকদের বীজ, সার ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার। এর ফলে কৃষিতে বিপ্লব ঘটেছে।

তিনি বলেন, প্রকৃত প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে। সেটা করতে না পারলে উৎপাদন বাড়ানো কঠিন হয়ে যাবে। কৃষক প্রণোদনা নিয়ে যদি কৃষি কাজে তা ব্যবহার না করে তবে সেটা হবে রাষ্ট্রীয় অপচয়। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

এর আগে খাদ্যমন্ত্রী নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সাংবাদিকেরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজ ও রাষ্ট্রের চোখ খুলে দেয়।’

মন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। সেটা হবে কে আগে তথ্য পাবে, কে আগে সংবাদ প্রকাশ করবে তা নিয়ে। উন্নয়নমূলক সংবাদ প্রচার তথা ব্র্যান্ডিং করে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে সাংবাদিকগণ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।

এমআইআর/এডিবি/