ন্যাভিগেশন মেনু

দেশ প্রযুক্তি বিশ্বে নেতৃত্বের জায়গা অর্জন করেছেঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী


প্রযুক্তি বিশ্বে নেতৃত্বের দেওয়ার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার ঢাকায় হোটেল ওয়েস্টিনে আইসিটি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সম্মেলনে ১৩ টি অধিবেশন অনুষ্ঠিত হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দু‘দিনব্যাপী ‘ ইনফোকম ২০১৯’ আন্তর্জাতিক সম্মেলন  ঢাকায় শুরু হয়েছে।

সম্মেলনে মন্ত্রী বলেন, এই সম্মেলন প্রযুক্তি খাতের জন্য তাৎপর্যপূর্ণ। তিনটি শিল্প বিপ্লব মিস করে বাংলাদেশ প্রযুক্তি থেকে শত শত বছর পিছিয়ে থেকেও বর্তমান সরকারের গত সাড়ে দশ বছরের গতিশীল নেতৃত্বে অতীতের পশ্চাৎপদতা অতিক্রমই করেনি, একটি শক্ত অবস্থানও অর্জন করেছে।

আরও পড়ুন: এপ্রিলে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট: টেলিযোগাযোগ মন্ত্রী

মন্ত্রী বলেন, প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কলকাতার একটি পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

তিনি বলেন, পৃথিবীর চতুর্থ মাতৃভাষা বাংলা। ৩৫কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাঙালিরা অত্যন্ত মেধাবী বলেও জানান তিনি। ৫-জিসহ নতুন প্রযুক্তি আমাদের জন্য চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি‘র কাউন্সিল ফর কমিউনিকেশন্স অ্যান্ড আইটি চেয়ারম্যান সাফকাত হায়দার এবং ইনফোকম এবিপি লিমিটেড এর সাংগঠনিক সম্পাদক কেকে মহাপাত্র।

সিবি /এসএস