ন্যাভিগেশন মেনু

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল


ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দিনদিন বেড়েই চলেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণের দাবিতে মশাল মিছিল করেছে  শিক্ষার্থীরা।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের জিলা স্কুল বড় মাঠ প্রাঙ্গন থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের আগের স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলটিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষে অংশগ্রহণ করেন। মিছিলে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পরে জিলা স্কুল মাঠে এক আলোচনা সভায় বক্তারা লেন, শুধু নোয়াখালীর বেগমগঞ্জ নয়, সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা চাই এই ধর্ষকদের আটক করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক।

এর আগে, শনিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রতিবাদী অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ওয়াই এ/এডিবি