ন্যাভিগেশন মেনু

নতুন ভোটার হলেন মিরাজ ও তার স্ত্রী


নতুন ভোটার হলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।

বুধবার দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দের কার্যালয়ে উপস্থিত হয়ে এনআইডি কার্ডের জন্য নিবন্ধন ফরম জমা দিয়েছেন মিরাজ ও প্রীতি। নিবন্ধন ফরমে নিজেদের খুলনা মহানগরীর খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন তারা।

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, অনেক আগেই ভোটার হওয়ার কথা ছিল। কিন্তু ওইভাবে সময় পাইনি। ৪-৫ বছর অনেক ব্যস্ত সময় পার করেছি, জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে খেলেছি। খুলনাতেও তেমন আসতে পারিনি। এজন্য এতদিন ভোটার নিবন্ধন করা হয়নি। এখন অবসরে সুযোগ পেয়ে নিবন্ধন করেছি।

তিনি আরো বলেন, প্রত্যেকটা মানুষেরই নাগরিকত্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ে প্রত্যেকেরই ভোটার হওয়া প্রয়োজন। আমি আগে ভোটার হতে চেয়েছি, কিন্তু সময় স্বল্পতার কারণে পারিনি।

স্ত্রীর সঙ্গে ভোটার নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, প্রত্যেকের জীবনে এনআইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আমি এতোদিন পাসপোর্ট দিয়ে কাজ চালিয়েছি। এখন আমি ও আমার স্ত্রী মিলে ভোটার হিসেবে নিবন্ধন করলাম। করোনার টিকার জন্যও এনআইডি কার্ড লাগে। ভোটার হিসেবে নিবন্ধন করে ভালো লাগছে।

ওআ/