ন্যাভিগেশন মেনু

পদ্মাসেতু: আর বাকি একটি স্প্যান, দৃশ্যমান ৬ কিলোমিটার


অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মাসেতুর ৪০তম স্প্যান বসানাে সম্পন্ন হয়েছে। আর এর মাধ্যমেই দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৬ কিলোমিটার। আর মাত্র একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো পদ্মাসেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। 

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার কিছু আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৪০তম স্প্যান ‘২-ই’।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, 'এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ছয় কিলোমিটার। আর বাকি থাকলো ১৫০ মিটার দৈর্ঘ্যের ‘২-এফ’ স্প্যানটি। যা ১৬ ডিসেম্বরের মধ্যে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হবে।'

পদ্মাসেতু কর্তৃপক্ষ থেকে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী সবশেষ যে স্প্যানটি গত ২৭ নভেম্বর বসেছে, শুক্রবার তার পাশেই ১১ ও ১২ নম্বর পিলারে বসানো হয় নতুন স্প্যান। এর আগে বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে রাখা হয়। শুক্রবার পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝনদীতে ছিলো স্প্যানবাহী ক্রেনটি।

এদিকে, বসানো স্প্যানগুলোতে রেলওয়ে স্ল্যাব ও রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলমান। সেতুতে মোট দুই হাজার ৯১৭টি রোডস্ল্যাব বসানো হবে। এরইমধ্যে এক হাজার ২৩৯টিরও বেশি স্ল্যাব বসানো হয়েছে। রেলের জন্য দুই হাজার ৯৫৯টি রেলস্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত এক হাজার ৮৬০টিরও বেশি বসানো হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মাসেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো। 

এডিবি/