ন্যাভিগেশন মেনু

করোনা ঠেকাতে ফ্রান্সে রাত্রীকালীন কারফিউ জারি


করোনার সংক্রমণ ঠেকাতে ফ্রান্সে জারি করা লকডাউন শিথিল করে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫  ডিসেম্বর) ফ্রান্সে করোনায় ৭৯০ জনের মৃত্যু হয়। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭২ জনে। এখন থেকে দিনের বেলা বাইরে যেতে ফ্রান্সের অধিবাসীদের অফিসিয়াল অনুমতিপত্র প্রিন্ট করতে হবে না। তবে দৈনিক সংক্রমণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় রাত্রীকালীন কারফিউয়ের পাশাপাশি স্পট চেকিং অব্যাহত থাকবে।

কারফিউর সময় অনুযায়ী ‘দেশটিতে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। তবে বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর থাকবে না, তবে নববর্ষের উৎসবে কার্যকর থাকবে। এছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকার নির্দেশ জারি থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এপিএ।’

এমআইআর/ওআ