ন্যাভিগেশন মেনু

নাটোরে চিনিকল রক্ষাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন


চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চিনিকল রক্ষাসহ ৫দফা দাবিতে ফটকসভা ও মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী এবং আখচাষীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ চিনিকল কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে নাটোর সুগার মিলের মূল ফটকের সামনে মানববন্ধনের পর এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নাটোর চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এসএম ফিরোজের সভাপতিত্বে ফটক সভায় বক্তব্য রাখেন আখচাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, নাটোর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সরদার, নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাবেক সভাপতি আতাউর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিনিকলগুলোর উৎপাদন শুরু করে সকল বকেয়া পরিশোধের দাবি জানান।

কে আর/ এস এ /এডিবি