ন্যাভিগেশন মেনু

চিন থেকে সরে ভারতে যাচ্ছে স্যামসংয়ের আরেক কারখানা


চিনের বদলে ভারতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে বিদেশি সংস্থাগুলির। বিভিন্ন মহল থেকে বারবার এ তথ্য জানানো হচ্ছিল। এবার তা হাতে হাতে প্রমাণ মিলল। চিন ছেড়ে ভারতের উত্তর প্রদেশে বিনিয়োগ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসং ।

যোগীর রাজ্যের সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্যামসং তাঁদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা চিন থেকে সরিয়ে নিতে আগ্রহী। বদলে নয়াদিল্লির নয়ডায় সেই ইউনিট চালু করতে চলেছে ওই সংস্থা।

তারা সেই রাজ্যে প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে বলে খবর। এর ফলে সে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে বলে আশা। সে কথা মাথায় রেখেই এই বিদেশি সংস্থাকে বিশেষ সুযোগ-সুবিধা দিতে চলেছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র আরও জানিয়েছেন, অত্যাধুনিক মানের হতে চলেছে এই ইউনিটটি। নয়ডার আগে এই ধরণের ইউনিট বিশ্বে মাত্র দুটি জায়গায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই কারখানায় সরাসরি ৫০১ জনের কর্মসংস্থান হবে।

পরোক্ষে আরও বহু মানুষের চাকরি হবে। উল্লেখ্য, নয়ডায় স্যামসংয়ের আরও একটি ইউনিট রয়েছে। ২০১৮ সালে ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সংস্থার শাখা চালু হলে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে উত্তরপ্রদেশকে এক অনন্য স্থান দেবে বলে আশাপ্রকাশ করেছেন যোগী রাজ্যের সরকারি আমলারা। তাঁরা জানিয়ছেন, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে।

কেন্দ্রীর তরফে বেশকিছু সুবিধা পাবে ওই সংস্থা। যোগীর রাজ্যের সরকারি কর্তারা জানাচ্ছেন, উত্তরপ্রদেশে বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করা হচ্ছিল। এই সংস্থা তাঁদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করলে, সেই উদ্যোগ সফল হবে।

এস এস