ন্যাভিগেশন মেনু

নারদ মামলা: জামিন পেলেও ফিরহাদ-সুব্রত-মদন-শোভন থাকবে গৃহবন্দি


ভারতের পশ্চিমবঙ্গে নারদ কাণ্ডে গ্রেপ্তার চার তৃণমূলের মন্ত্রী ও নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে জেল হাজত থেকে মুক্তি দিলেও সিবিআই'র নজরে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শুক্রবার (২১ মে) মামলার শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়।

শুনানির শুরুতেই নারদ মামলায় চার হেভিওয়েটকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিনের পক্ষে ছিলেন না। তাই তার নির্দেশে প্রত্যেককেই গৃহবন্দি রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।

নতুন বেঞ্চ গঠন হওয়া পর্যন্ত গৃহবন্দি থাকবেন এই ৪ নেতা। আরও বড় বেঞ্চ গঠন হওয়ার পর সেই বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি চলবে।

গত বুধবারই নারদ মামলাটির শুনানি হয় হাই কোর্টে। কিন্তু আড়াই ঘণ্টার শুনানির পরও ৪ নেতার জামিন নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি হাই কোর্ট। পরে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়।

এই চার নেতার আইনজীবীরা বলেন, ‘‘নারদ মামলায় তদন্ত শেষ হওয়ার সত্ত্বেও তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে নেতা-মন্ত্রীদের।’’

নিজাম প্যালেসে বিক্ষোভের প্রসঙ্গ টেনে সিবিআই মামলাটিকে অযথা জটিল করছে বলেও অভিযোগ করেন তারা। 

নেতা-মন্ত্রীদের তরফে শুনানি করেন কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি আর সিবিআইয়ের পক্ষে আইনজীবী তুষার মেহতা।

ধৃত নেতাদের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে ৪ ধৃত নেতাকে মুক্তি দেওয়া উচিত। এরা মন্ত্রী, বিধায়ক। বিমানে করে কোথাও পালিয়ে যাওয়ার ঝুঁকি বা সম্ভাবনা নেই। তাদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার কোনও অভিযোগও আসেনি।

এডিবি/