ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ৩


নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সাংবাদিক মো. ইলিয়াসকে (৫২) হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াসকে।

ঘটনাস্থল থেকে আসামী তুষারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে মিনা ও মিসির আলী নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার রাতেই মো. ইলিয়াসের স্ত্রী বিলকিস বাদী হয়ে বন্দর থানায় আটজনকে আসামী করে থানায় মামলা করেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে উপজেলার আদমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা ইলিয়াসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার মৃত জামান মিয়ার ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে ইলিয়াস একটি প্রতিবেদন করেছিলেন। প্রতিবেদন প্রকাশের পর তাদেরকে আটক করেছিল পুলিশ। এর কারণে কয়েকদিন ধরে ইলিয়াসকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো তারা। পরিকল্পিতভাবে তারা ইলিয়াসকে হত্যা করেছেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় আটজনকে আসামী করা হয়েছে।

তাদের মধ্যে তিনজন গ্রেপ্তার এবং বাকিরা পলাতক রয়েছেন। অবৈধ সংযোগের বিষয় নিয়ে বিরোধের একটি বিষয় প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার আসামীদের জিজ্ঞাসাবাদ এবং বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এস এ/এডিবি