ন্যাভিগেশন মেনু

উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ শুরু


জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে সারাদেশের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ৮ ঘণ্টা পর ফের স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৯  ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়।

এ বিষয়ে জয়পুরহাট স্টেশনের মাস্টার আমেনা খাতুন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’

এর আগে, আজ সকাল ৭টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয়পুরহাটের পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাধন নামের একটি যাত্রীবাহী বাস হিলি যাচ্ছিলো। জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট অতিক্রম করার সময় গেটম্যান গেটে আটকানোয় বাসটি রেললাইনের উপর উঠে যায়। সেই সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বাসে সজোরে ধাক্কা দেয় এবং বাসটিকে ধাক্কিয়ে প্রায় আধা কিলোমিটার দক্ষিন দিকে নিয়ে যায়।’

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন - বাস চালক জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া তিন জন হলেন, পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস।

এমআইআর/এডিবি