ন্যাভিগেশন মেনু

না ফেরার দেশে আফগান ওপেনার নাজিব তারাকাই


ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ২৯ বছর বয়সী ওপেনার নাজিব তারাকাই।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নাজিবের মৃত্যুর খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুুইটারে এসিবি জানানয়, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)।’

গত শুক্রবার (২ অক্টোবর) রাতে জালালাবাদে সড়ক দুর্ঘটনার পর আর জ্ঞান ফেরেনি এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

উল্লেখ্য, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাজিব তারাকাই। যার সবশেষটি ছিল বাংলাদেশের মাটিতে গত সেপ্টেম্বরে।

ওয়াই এ/ এডিবি