ন্যাভিগেশন মেনু

না ফেরার দেশে চলে গেলেন রিয়াল-বার্সার কোচ


বার্ধক্যজনিত নানা রোগে ভুগে না ফেরার দেশে চলে গেলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ রাদোমির অ্যান্তিচ (৭১)।

অ্যান্তিচ দ্বিতীয় ফুটবল কোচ হিসেবে এল ক্লাসিকোর চির দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ (১৯৯১-১৯৯২) ও বার্সেলোনায় (২০০৩) কোচিং করিয়েছিলেন।

ন্যু ক্যাম্পে (১৯৪৭-১৯৫০) ও সান্টিয়াগো বার্নাব্যু (১৯৫৩-১৯৫৪) কোচ হওয়ার প্রথম গৌরব অর্জন করেন উরুগুয়ের প্রয়াত কোচ এনরিক ফার্নান্দেজ ভাইওলা।

নিজের কোচিং ক্যারিয়ারে বেশ সফল ছিলেন ৩ দফায় কাজ করা অ্যাটলেটিকো মাদ্রিদের এ কোচ। তার সময়ে ১৯৯৫-৯৬ মৌসুমে মাদ্রিদ জয় করে ডাবল শিরোপা- লা লিগা ও কোপা দেল রে ট্রফি।

এমআইআর/ এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন