ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে এসে নিউজিল্যান্ড ক্রিকেট দলের দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলার কথা থাকলেও  করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সিরিজটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দেশ সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এই সিরিজ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ি চলতি বছরের আগস্টে এই সিরিজটি আয়োজন সত্যিই চ্যালেঞ্জিং। ক্রিকেটার, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সুরক্ষার বিবেচনায় আমরা কোনওরকম ঝুঁকি নিতে আগ্রহী নই।’

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়েই নিউজিল্যান্ড ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশের সব ধরনের ঘরোয়া এবং আর্ন্তজাতিক ক্রিকেট স্থগিত রয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট শুরু হওয়ার পরপরই বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়ে যায়। অন্যদিকে জুলাইতে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

ওয়াই এ/ এডিবি