ন্যাভিগেশন মেনু

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ


রাজধানীর নিউমার্কেট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী আহত হয়েছেন।

এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার পরপরই সকাল থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে নীলক্ষেত, সায়েন্সল্যাব, আজিমপুরসহ মিরপুর, মোহাম্মদপুর এর বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিউমার্কেটের সামনে পৌঁছালে ব্যবসায়ীরা রোগীকে ভেতরে রেখেই অ্যাম্বুলেন্সটি ভাঙচুর শুরু করেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের হামলার শিকার হয়েছেন নয় জন সাংবাদিক। হেলমেটধারী দোকান কর্মচারীরা হকি স্টিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে সাংবাদিকদের।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে নিউমার্কেটর ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এর সূত্র ধরে মঙ্গলবার সকাল থেকে ফের নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলতে থাকে।