ন্যাভিগেশন মেনু

নিজেদের পারিশ্রমিকের ৭০ শতাংশ ছেড়ে দিলেন মেসিরা


করোনাভাইরাসের প্রভাব পড়েছে সমগ্রবিশ্বে। এর প্রভাবে ইতোমেধ্যে বন্ধ হয়ে আছে সব ধরণের ক্রীড়া আয়োজন। খেলা বন্ধ থাকায় অর্থ সংকটে পড়েছে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগলোও। তাই ক্লাবগুলো থেকে মেসিরা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ৭০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় এমনটা জানিয়েছেন বার্সার অধিনায়ক লিওনেল মেসি।

মেসি লিখেছেন,  ‘আমরা এখনকার পরিস্থিতি সম্পর্কে অবগত, এটা পুরোই ভিন্ন একটা পরিস্থিতি। তাই ক্লাব যখন আমাদের কাছে জানতে চায়, তখনই আমরা ইতিবাচক সাড়া দেই। আমরা চাই ক্লাবের ব্যয় কিছুটা কমুক। আর কর্মচারীরাও পুরো বেতন পাক।’ 

এমআইআর / ওআ/এডিবি