ন্যাভিগেশন মেনু

করোনায় বিশ্বে আরও ৭৯৪১ জনের মৃত্যু


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন সর্বাধিক ১ হাজার ৪১৪ জন।

একই সময়ে বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৪৬ হাজার ৭৫৬ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাত কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৯২৪ জন।

একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৬ লাখ ৯৯ হাজার ১৪৭ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৮৪ জন।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার ইউরোপ ও আমেরিকা।

বিশ্বে করোনায় সবচেয়ে সংক্রমিত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন প্রায়। মোট মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জন।

সংক্রমিত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ২৪৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৮ হাজার ৮০০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।

তাছাড়া ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩১ জন, রাশিয়া ৫১১ জন, ইরান ১৭৭ জন, আর্জেন্টিনা ৫০ জন, কলম্বিয়া ২০৭ জন, জার্মানি ৩৫০ জন, মেক্সিকোতে ৬২৭ জন।

ওয়াই এ/এডিবি