ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ জনের মৃত্যুর অভিযোগ


ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির বক্তব্য, ভোট পরবর্তী সহিংসতায় রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জন বিজেপির কর্মী। এছাড়া রাজ্যজুড়ে রাজনৈতিক সহিংসতায় কয়েক হাজার মানুষ ঘরছাড়া।

বিজেপি জানায়, সব থেকে বেশি আক্রান্ত হয়েছে বীরভূম, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মেদিনীপুর, জঙ্গলমহলের জেলাগুলির বিজেপি কর্মীরা। প্রায় সবকটি বিধানসভাতেই বিজেপির কর্মীরা আক্রান্ত। অনেক কর্মী ঘরছাড়া।

দলের মুখপাত্র তথা আইনজীবী গৌরব ভাটিয়া এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন সুপ্রিমকোর্টে। ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গৌরব ভাটিয়া। 

এদিকে ৫ মে ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে দেশজুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। এদিন তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবি/এডিবি/