ন্যাভিগেশন মেনু

নিষেধাজ্ঞা উঠে গেলেই খেলতে পারবে সাকিব: পাপন


২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মেয়াদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেদিন থেকেই খেলতে পারবে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১৫ আগস্ট) বিসিবি কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

‘সাকিবের সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। তবে যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেলএভল। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সে কবে ফিরবে।’

সাকিবের শ্রীলঙ্কা সফর দিয়েই প্রত্যাবর্তনের আশা করছেন বিসিবি প্রধান তবে এর জন্য আছে শর্ত।

‘ফেরার সঙ্গে তার ফিটনেস এবং প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে। যদি খেলতে পারবে।’

পাপন আরও বলেন, ‘আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোনো ফিজিও ওয়ান টু ওয়ান তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। ও আগে  চলে গেলে আমরা সেখানে তার অ্যাসেস করত পারি। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না।’

ওআ/