ন্যাভিগেশন মেনু

নিহত সিনহার সহযোগী শিপ্রার জামিন, সিফাতের আদেশ সোমবার


কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের সহযোগী ও মাদক মামলায় গ্রেপ্তার দেখানো শিপ্রা দেবনাথকে জামিন দিয়েছেন আদালত। এই মামলায় আটক সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের শুনানি শেষ হলেও আদেশ হবে সোমবার।

নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের দুই সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ ঘটনার দিন তার সঙ্গেই ছিলেন।

এদিকে, সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় ৭ আসামির রিমান্ড রোববার (০৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এছাড়া পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

প্রসঙ্গত, গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা। আটক করা হয় তার সঙ্গে থাকা শিপ্রা ও সিফাতকে।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন।

এডিবি/