ন্যাভিগেশন মেনু

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২


নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সদরের সোনারায় ইউনিয়নের শখের বাজার ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে এই দুটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ মান্নু (৬৫) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ইসাহাক আলী (৫৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, বেলা আনুমানিক আড়াইটার দিকে কাঁচারী বাজারের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান শাহ মান্নু। পথিমধ্যে শখের বাজার এলাকায় ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে আহত অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মারা যান মান্নু।

অপরদিকে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসাহাক আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ইসাহাক আলী ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার মৃত ছকর মামুদের ছেলে।

স্থানীয়রা জানান, জলঢাকা থেকে গোলমুন্ডা যাওয়ার পথে একটি অটোরিকশা চৌপথি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইছাহাক আলীকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ইছাহাক।  এ ঘটনায় অটো চালক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

দুটি দুর্ঘটনা বিষয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এ এস এম মোক্তারুজ্জামান।

এডিবি/