ন্যাভিগেশন মেনু

নেত্রকোনায় ২৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ


নেত্রকোণা জেলার দুর্গাপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় থেকে এসব শাড়ী জব্দ করে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টিম মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে সীমান্ত এলাকায় পালিয়ে যায়।

আটককৃত এ সকল মালামাল বুধবার বিকেলে নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ এইচ আর/ এস এ/ওআ