ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদককারবারি আটক


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও চাটখিলে পৃথক অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৩৯২ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন - হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের ইয়াছিনের ছেলে রাজিব (৩০), শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও নূর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি শামীম ও সুজনকে ৩০কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে হাতিয়ার জোড়খালি গ্রাম থেকে ২৬৭পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজিবকে আটক করে কোস্ট গার্ড।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এস এম লুৎফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএ/সিবি/এডিবি/