ন্যাভিগেশন মেনু

পরাজয়ের পর প্রথমবারের মতো গণমাধ্যমে কথা বলবেন ট্রাম্প


মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো একটি রেডিও শোতে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। এক ট্যুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার রাত ৮টায় মার্ক লেভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনে ডাকযোগে ভোট কারচুপির অভিযোগ নিয়ে কথা বলবেন তিনি।

পরাজয় মেনে নেয়ার কোন পরিকল্পনা নেই তার। নির্বাচনের দিন থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছেন ট্রাম্প, যদিও এখন পর্যন্ত এমন অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। কিন্তু নির্বাচনের ফলাফলের বিপক্ষে সোমবার আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টির টিকিটে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

তিনি বলেন, ভোট পুনর্গণনা ও আইনি লড়াইয়ে যাওয়ার অধিকার ট্রাম্পের রয়েছে।

সিবি/এডিবি