ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গের বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার


ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মহম্মদবাজার থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করে মহম্মদবাজার থানা পুলিশ।

পুলিস সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, রাণীগঞ্জ থেকে আসা একটি মারুতি গাড়ি থেকে উদ্ধার হয় ৩৯ হাজার ডিটোনেটর। এ সময় গ্রেপ্তার করা হয় গাড়ি চালক আশিস কেওড়াকে। 

তদন্তকারীরা জানিয়েছেন, রানিগঞ্জ থেকে ওই প্রচুর পরিমাণ বিস্ফোরক রামপুরহাটে নিয়ে আসা হচ্ছিলো। তবে প্রাথমিকভাবে অনুমান, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে পাথর খাদানের কাজে ব্যবহারের জন্যই রাণীগঞ্জ থেকে বিস্ফোরক আনা হচ্ছিলো।

পুলিশ আরও জানায়, জাতীয় সড়কে গাড়িটি দেখে চালকের কাছে কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু চালক কাগজ দেখাতে ব্যর্থ হয়। পরে গাড়িটি আটক করা হয়। আটকের পরই গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ ডিটোনেটর উদ্ধার করা হয়।

এডিবি/