ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চতুর্থ দফায় ৪৪ আসনে ভোট চলছে


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভিজ্ঞ ও অনভিজ্ঞ প্রার্থীদের মিশেলে চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে। 

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সেইসঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের গাড়ি শনিবারই প্রথম পা রাখতে চলেছে উত্তরবঙ্গে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভোটগ্রহণ শুরু হয়েছে। যেখানে গত লোকসভা ভোটে ভরাডুবির মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস।

দক্ষিণবঙ্গে তথাকথিত দুর্গে ভোটের মধ্যেও সেই বিষয়টি চিন্তায় রাখবে শাসক দলকে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মসনদে কে বসবে, তা নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ দফার ৪৪ টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আসনগুলোতে  অভিজ্ঞ অনভিজ্ঞ যেমন আছে তেমনি হেভিওয়েট প্রার্থীদেরও ছড়াছড়ি।

অন্যদিকে, উত্তরবঙ্গের উর্ধ্বমুখী গ্রাফ বজায় রেখে ২০২১ সালেও বাজিমাত করতে চাইছে বিজেপি। আশাবাদী সিপিআইএম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা।

এডিবি/