ন্যাভিগেশন মেনু

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শহরের রেলগেট ট্রাফিক মোড়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-পথসভা করা হয়।

গত ৯ জুন ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯ ধারায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের ঈশ্বরদী প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, সামাজিক-সংস্কৃতি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, যায়যায়দিন প্রতিনিধি হাসানুজ্জামান, দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, আজকের পত্রিকা প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক বাংলাদেশ পোস্ট প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী সম্পাদক আব্দুল্লাহ আল ওমর সুমার খান, দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু প্রমুখ।

বক্তারা ডিজিটাল আইন বাতিল ও সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

জেএইচ/সিবি/এডিবি/