ন্যাভিগেশন মেনু

ইউনিফর্মটা না থাকলে বুঝবেন জীবন কত কঠিন: ডিএমপি কমিশনার


পুলিশ সদস্যের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্ত। মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতোমধ্যে অনেকের চাকরি চলে গেছে। জীবনটা কতটা কঠিন শরীর থকে ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে। মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।’

সোমবার (৭ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র কল্যাণসভায় তিনি এসব কথা বলেন। বিশেষ এই কল্যাণসভায় ফোর্সের সুবিধা, অসুবিধা ও নানান বিষয়ে পরামর্শ শোনেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ডিএমপির তিন হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২৪ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেয়া হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘ফোর্সের চিকিৎসা নিশ্চিত করতে আইজিপি স্যারের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল সম্পূর্ণ ভাড়া নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তোমাদের কল্যাণ দেখা-ই আমাদের কাজ। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তোমাদের পাশে আছি।’

বিশেষ কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ‍যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/