ন্যাভিগেশন মেনু

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, আসামিরা ৩ দিনের রিমান্ডে


কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তিন আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) তিন আসামিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা তিন আসামিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), কয়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়ার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

গত বৃহস্পতিবার রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে কয়া কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

ওআ/