ন্যাভিগেশন মেনু

পূজোয় ভারতে ৩ গুণ বেশি ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ


করোনার প্রভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত যোগাযোগ বর্তমানে বন্ধ থাকলেও পুজোর মৌসুমে ইলিশ রপ্তানি জন্য দরজা খুলে দিচ্ছে ঢাকা। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে এসেছে।

এ বছর গতবারের চেয়ে প্রায় তিনগুণ বেশি ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। দিল্লি থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করে মাছ দ্রুত ভারতে আমদানির তোড়জোড় চলছে।

ওই নির্দেশনা অনুযায়ি, পূজাের উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৪৫০ মেট্রিকটন ইলিশ পাঠানো যাবে। আগামী ২২ অক্টোবর দুর্গাপূজোর সপ্তমী। তখন পদ্মার ইলিশ জোগান অটুট থাকার আশা করা হচ্ছে।

গতবছর ৫০০ মেট্রিকটন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এবার মোট ৯টি প্রতিষ্ঠানকে কম করে ১৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা।’

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ শুক্রবার জানান, ‘নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সবরকম সহযোগিতা করছে রাজ্য। শুক্রবার বাংলাদেশে এবং রবিবার ভারতে ছুটি থাকে। বাধা কাটিয়ে আগামী সপ্তাহেই ইলিশ আমদানির চেষ্টা চলছে।’

বাংলাদেশের পদ্মার ইলিশের বেশ কদর রয়েছে ভারতে। মূলত ঢাকার ইলিশ দিয়েই মনের স্বাদ মিটিয়ে থাকেন পশ্চিমবঙ্গের মানুষজন।

এমআইআর/এডিবি